৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন, মোঃ কামরুজ্জামান উজ্জল আকন ও মোহাম্মদ ইদ্রিস ফরাজি। সদর উপজেলায় ঘোড়া প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান উজ্জ্বল আকন,তিনি মোট ভোট পেয়েছেন ৪১ হাজার ৫৪০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের নুরুল আমিন কোতোয়াল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট।জাজিরা উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ ইদ্রিস ফরাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪৭ হাজার ৮৪৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের এসএম আমিনুল ইসলাম রতন পেয়েছেন, ৩০হাজার ১৫৩ভোট।মঙ্গলবার  ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। রাতে ভোটগণনা শেষে এই দুই উপজেলার ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস।শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭১৮ জন। নির্বাচনে ৭০টি কেন্দ্রর ৫০১টি কক্ষে ভোট গ্রহন করা হয়।এছাড়া জাজিরা উপজেলায় মোট ভোটার সংখ্যা  ছিলো ১ লাখ ৭৮ হাজার ১৮০ জন।৬৫টি কেন্দ্রর ৪৬২টি কক্ষে ভোটগ্রহণ হয়।জাজিরা উপজেলায় প্রার্থীর সমর্থকদের হামলায় সাংবাদিক, পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন, শরীয়তপুর সদর  ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ